ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত অজি অধিনায়ক প্যাট কামিন্সের। রবিবার চেন্নাই থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপের অভিযান। এদিন ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, এই ম্যাচে খেলছেন না শুভমন গিল। তাঁর বদলে দলে এসেছেন ইশান কিষান। এই ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলছে টিম ইন্ডিয়া।
এই ম্যাচে আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল ডেঙ্গির কারণে খেলছেন না শুভমন গিল। কারণ, টিমের সঙ্গে তিনি মাঠেও আসতে পারেননি। এদিন সেটাই মাঠে জানালেন রোহিত।
আরও পড়ুন : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ দেখার শেষ সুযোগ, ১৪ হাজার টিকিট ছাড়ল বোর্ড, কখন শুরু বুকিং
তবে টস করতে গিয়ে তিনি স্বীকার করেছেন, এই পিচ অনেকটাই মন্থর। তাতে রান তাড়া করতে গেলে একটু হয়তো অসুবিধার মুখেও পড়তে হতে পারে বিরাট, শ্রেয়সদের।
শুভমন না থাকায় এই ম্যাচের ওপেনার রোহিতের পার্টনার হচ্ছেন ইশান। উইকেটের পিছনে থাকছেন কেএল রাহুল। সম্পূর্ণ ফিট হয়েই মাঠে নামছেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচে নতুন বলে বুমরার সঙ্গী মহম্মদ সিরাজ।