বিশ্বকাপের প্রথম ম্যাচে চিপকের বাইশ গজে ভারতীয় স্পিনের ইন্দ্রজাল। যার জেরে কার্যত কোমায় অস্ট্রেলিয়ার ব্যাটিং। বুমরার বলে ঝটকা। তারপর তিন স্পিনারের ঘূর্ণির খেলা। তাতেই প্রথম ম্যাচে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। অশ্বিনের ছেলে বেলার মাঠ, জাডেজার হোম গ্রাউন্ড। এই সব যেন একযোগে কাজে লেগে গেল। ১০ ওভারে ২৮ রানে তিন উইকেট জাডেজার। এরমধ্যে তাঁর শিকার স্মিথ, লাবুশেন এবং অ্যালেক্স ক্যারি।
আরও পড়ুন : গরমের সঙ্গে চেন্নাইয়ে স্পিনে কাবু অস্ট্রেলিয়া, তিন উইকেট জাডেজার
কুলদীপে জোড়া উইকেট এবং প্রায় তিন হাজারের বেশি দিন বিশ্বকাপে ফিরে একটি উইকেট নিয়েছেন অশ্বিন। স্মিথ ৪৬ রানে আউট হতেই ভেঙে গেল অজি ব্যাটিংয়ের যাবতীয় বিপ্লব।