বিশ্বকাপে অবশেষে পয়েন্ট পেল পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সোমবার কার্যত দর্শকশূন্য লখনউয়ে শ্রীলঙ্কা পাঁচ উইকেটে হারিয়ে এই বিশ্বকাপে প্রথম জয় পেল তারা। প্রথমে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে ম্যাচ বার করে নেয় অজিরা। ৫৯ বলে ৫৮ রান জশ ইঙ্গলিসের। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন মধুশঙ্কা।
তবে শ্রীলঙ্কার ২০৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। খুব দ্রুত ওয়ার্নার এবং স্মিথকে হারিয়ে হঠাৎ করেই চাপে পরে যায় অস্ট্রেলিয়া। এখান থেকে অস্ট্রেলিয়াকে টেনে তোলেন মিচেল মার্শ এবং মানাস লাবুশেন। ৫১ রান করে আউট হন মার্শ। লাবুশেনের অবদান ৪০।
আরও পড়ুন : বিশ্বকাপে মানকার্ডিংয়ের সুযোগ, কুশল পেরেরাকে সর্তক করে ছেড়ে দিলেন স্টার্ক
এরআগে প্রথমে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম উইকেটে ১২৫ রান তোলের দলের দুই ওপেনার। কিন্তু চার উইকেট হারানোর পরেই ধস নামে লঙ্কার ইনিংসে। অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ রানে চার উইকেট নেন অ্যাডাম জাম্পা।