অধিনায়ক আশা ভোঁসলে। এক নম্বরে আসবেন অরিজিৎ সিং। ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের বল গড়ানোর আগে ঠিক হয়ে গেল উদ্বোধনের লাইন-আপ।
আমেদাবাদে চার তারিখ পর্দা উঠতে চলেছে। আশা-অরিজিৎ ছাড়াও গালা উদ্বোধনে গোটা দুনিয়া দেখবে রণভীর সিং, তামান্না ভাটিয়া এবং শ্রেয়া ঘোষালের পারফরম্যান্স।
গত মাসে ৯০ বছরে পা দিয়েছেন আশা ভোঁসলে। জন্মদিনে দুবাইয়ে কনসার্ট করেছিলেন। বোর্ডের খবর, ক্রিকেট ভক্তদের মাতাতে রাজি হয়েছেন কিংবদন্তি।
এরআগে আইপিএলে গান গেয়েছেন অরিজিৎ। তাই তিনিও থাকছেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এছাড়াও রণভীর-তামান্নাও গত আইপিএলের উদ্বোধন মাতিয়ে ছিলেন।
৩ তারিখ সব প্রস্তুতি ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। চার তারিখ সকালে সব অধিনায়ক পৌঁচ্ছে যাবেন আমেদাবাদে। বোর্ডের খবর, গানের পাশাপাশি উদ্বোধনে থাকবে আলোর খেলা। যে খেলার মধ্যেই মাঠে আসবেন অধিনায়করা। প্রায় একঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে।