ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপে আফগানদের ফের ইতিহাস। প্রথম আফগান ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে শতরানের নজির তৈরি করলেন ইব্রাহিম জারদান। ২১ বছরের এই ব্যাটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত রইলেন ১২৯ রানে। ১৪৩ বলে তাঁর এই ইনিংস সাজানো আটটি চার ও তিন ওভার বাউন্ডারিতে।
ইনিংস শেষে ইব্রাহিম জানিয়েছেন, অস্ট্রেলিয়া ম্যাচের আগে সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাৎ তাঁর জীবনকে বদলে দিয়েছে। এই ম্যাচের আগে ওয়াংখেড়েতে এসে আফগান ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন সচিন। ইব্রাহিম জানিয়েছেন, কী ভাবে সচিন নিজের ক্রিকেট জীবনকে গড়েছিলেন, সেটাই সোমবার এসে আফগান ক্রিকেটারদের সঙ্গে ভাগ করেছিলেন। আর তাতেই অনুপ্রেরণা পেয়েছেন ইব্রাহিম।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেটে ২৯১ রান করেছে আফগানিস্তান। যার মধ্যে অপরাজিত ১২৯ রান ইব্রাহিম জারদানের।