বিশ্বকাপ শুরুর আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচ। তার আগে একটি জমকালো সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। BCCI সম্প্রতি, তাঁদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে, ভারত-পাক ম্যাচের আগে আহমেদাবাদ স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠান করবেন অরিজিৎ সিং। অনুষ্ঠানে গান গাওয়ার কথা প্রতিভাবান গায়ক শঙ্কর মহাদেবনেরও।
Sriparna Roy: টলিপাড়ায় বিয়ের সানাই, গাঁটছড়া বাঁধতে চলেছেন 'গাঁটছড়া'র রুক্মিণী, কবে শুভ কাজ?
পোস্টটিতে লেখা ছিল, ‘একটি বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে বহুল প্রতীক্ষিত #INDvPAK সংঘর্ষ শুরু হচ্ছে! বিশ্বের বৃহত্তম ক্রিকেট গ্রাউন্ড- নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অরিজিৎ সিং-এর দুর্দান্ত অনুষ্ঠানের জন্য নিজেকে প্রস্তুত করুন। ১৪ অক্টোবর দুপুর ১২.৩০ এ অরিজিৎ এর গানের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ক্রিকেটের মহাযজ্ঞ। ইতিমধ্যেই পর পর দু’টি ম্যাচ জিতেছে ভারত। জানা যাচ্ছে, এই হেভিওয়েট ম্যাচে রজনীকান্ত, অমিতাভ বচ্চনের মতো গোল্ডেন টিকিট প্রাপকরাও উপস্থিত থাকতে পারেন।