প্রত্যেক বছরের জন্মদিনের থেকে এবার জন্মদিনটা একটু আলাদা। অন্য বছরগুলো হয়তো স্ত্রী ও কন্যাকে নিয়ে ছুটিতে যান। বা আলাদা করে সেলিব্রেশন করেন। এবার বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি করে নিজের জন্মদিন উদযাপন করলেন বিরাট কোহলি। কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিও যে তাঁর এই মাঠেই। এদিন ৪৯তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকে স্পর্শ করলেন। বিরাটের এই রেকর্ডের পর ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করলেন সহধর্মিনী অনুষ্কা শর্মা।
বিরাটের ইডেনের সেঞ্চুরির একটি সাদাকালো ছবি পোস্ট করেন অনুষ্কা। তার উপর রঙিন একটি ভালবাসার চিহ্ন বসিয়ে দেন অভিনেত্রী। সঙ্গে লিখলেন, "নিজের জন্মদিনে নিজেকে নিজের উপহার।"
গত ম্যাচেই ৮৮ রানে আউট হয়ে ফেরেন বিরাট। এবার বিশ্বকাপে ৯৫ রানেও ফিরতে হয় তাঁকে। একটি সেঞ্চুরি এলেও,এদিন ইডেনের সেঞ্চুরি এখনও পর্যন্ত সেরা ক্রিকেটপ্রেমীদের কাছে।