টাইম আউট অ্যাঞ্জেলো ম্যাথাউজ। বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে উজ্জ্বল হয়ে থাকল এই ঘটনা। বিশ্ব ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবার এই নজিরের সাক্ষী ভারতের রাজধানী দিল্লি। ফিরোজ শাহ কোটলার এই ঘটনায় এখন দাবানলের মতো ঘুরছে নেটমাধ্যমে। আইসিসি জানিয়েছেন, নিয়মের মধ্যেই আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথাউজ।
কিন্তু এই আউটের পিছনে রহস্য কী ? শ্রীলঙ্কা দলের তরফে জানানো হয়েছে, আসলে হেলমেটের জটেই এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ঠিক সময়েই মাঠে এসেছিলেন ম্যাথাউজ। কিন্তু নিজের বদলের অন্যের হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন। ম্যাচের বয়স তখন ২৫ ওভার। ডাগ আউটের দিকে হেলমেট বদলের ইঙ্গিতও করেছিলেন। কিন্তু তার মাঝেই বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসান আবেদন করেন। এবং তাতে সাড়া দেন আম্পায়রা।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৭৯ রান করেছে শ্রীলঙ্কা। ১০৮ রান করেন চরিত আশালঙ্কা। ম্যাচে তিন উইকেট তানজিম হাসান শাকিবের। দুটি করে উইকেট শরিফুল এবং শাকিবের।