ধর্মশালায় ম্যাচ খেলতে নামতে পারল না ভারত। তার আগে লখনউ ম্যাচ নিয়ে উঠল অভিযোগ। ২৯ তারিখ বিশ্বকাপে অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে ভারত খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ওই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, এই ম্যাচের টিকিট প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত কালোবাজারি হচ্ছে। মূলত দুটি গ্যালারির টিকিট কালোবাজারি হচ্ছে বলে পুলিশের কাছে খবর। এই দুটি গ্যালারির টিকিটের আসল দাম ৪৯৯ টাকা।
এই ম্যাচ দেখতে ভারত আসতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। তাঁকে এই ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও মাঠে থাকবেন। ফলে লখনউয়ের এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তায় জোর দিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।