সাত বছর বিশ্বকাপের ম্যাচ খেলতে কলকাতায় মাঠে নামছে পাকিস্তান। তার আগে মাঠ ও মাঠের বাইরে চরম বিপাকের মধ্যে পাক দল। এরমধ্যে ইডেনের সাউন্ড সিস্টেম নিয়ে আপত্তির কথা জানানো হল পাকিস্তান দল থেকে। সোমবার ইডেনে অনুশীলন করেন বাবর আজমরা। সেইসময় স্পিকারে গান চলছিল। সেই গান থামাতেই সিএবি কর্তাদের অনুরোধ করে পাকিস্তান দল।
এদিকে, মাঠে নামার আগেই এবার পিসিবি থেকে ইস্তাফা দিলেন মুখ্য নির্বাচক ইনজামাম-উল-হক। এই প্রথম কোনও বিশ্বকাপে পরপর চারটি ম্যাচে হেরেছে পাকিস্তান। তারউপর পাক সংবাদমাধ্যমের কাছে সব খবর চলে যাওয়ার অভিযোগ উঠেছে। বিশ্বকাপের মাঝেই দেশে ফেরত পাঠানো হয়েছে পাক মিডিয়া ম্যানেজারকে।
ফলে অনেক ডামাডোল মাথায় নিয়ে মঙ্গলবার ইডেনে খেলতে নামছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। যাদের ভাগ্য এই বিশ্বকাপে সুতোয় ঝুলছে।