কোজাগরীর দুপুরে বিশ্বকাপের বোধন হল কলকাতায়। দীর্ঘ ১২ বছর পর ফের বল গড়াল ইডেনের বাইশ গজে। বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যেই টস জিতে ব্যাট করছে নেদারল্যান্ডস। শেষবার এই মাঠে বিশ্বকাপ খেলছিল কেনিয়া ও নেদারল্যান্ডস। তবে সেবার ভারতের খেলা ছিল না কলকাতায়।
এদিন দুপুরে বিশ্বকাপের বোধন হলেও, কলকাতা কিন্তু তাকিয়ে রয়েছে ৫ নভেম্বরের দিকে। কারণ, ওই দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মাঠে খেলবেন রোহিতরা। তার আগে লখনউয়ে ইংল্যান্ড এবং মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেই কলকাতায় আসবে টিম ইন্ডিয়া।
এই বছর পাঁচটি ম্যাচ-সহ একটি সেমিফাইনাল রয়েছে কলকাতার ঝুলিতে। বিশ্বকাপের এখনও পর্যন্ত যা পয়েন্ট টেবল, তাতে অলীক হলেও একটা স্বপ্ন দেখতে পারে কলকাতাবাসী। আর তা-হল পাকিস্তানের সেমিফাইনালে ওঠা। কারণ, যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে, এবং ভারত যদি শীর্ষে থাকে, তাহলে কলকাতায় হতে পারে ভারত-পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের স্বপ্নের সেমিফাইনাল।