বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। বুধবার ফিরোজ শাহ কোটলার মাঠে আফগানদের বিরুদ্ধে একটাই পরিবর্তন ভারতীয় দলে। রবি অশ্বিনের বদলে এই ম্যাচে ভারতের হয়ে বিশ্বকাপ খেলবেন শার্দূল ঠাকুর। টস জিতে আফগান অধিনায়ক জানিয়েছেন, পিচ দেখে মনে হচ্ছে এই ম্যাচেও বড় রান হতে পারে।
প্রথমে ঠিক ছিল আফগানিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ের দলই খেলবে। কিন্তু শেষ মুহূর্তে টস করতে গিয়ে রোহিত জানালেন, এই ম্যাচে অশ্বিনের জায়গায় শার্দূল খেলবেন। তবে কেন এই পরিবর্তন তা স্পষ্ট হয়নি। ওয়াকিবহাল মহলের দাবি, লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তি পরীক্ষা করতেই অশ্বিনের বদলে শার্দূলকে দলে আনা হয়েছে।
আরও পড়ুন : এশিয়াডে সোনা বিতর্কে সরব আফগান ক্রিকেটার, বিতর্কের মধ্যেই দিল্লি ম্যাচ
এই নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রান তাড়া করবে ভারত। এর আগে চেন্নাইয়ে রান তাড়া করেছিলেন রোহিতরা। দু রানের মধ্যে তিন উইকেট পড়েছিল টিম ইন্ডিয়ার। এই ম্যাচে সেই ভুল করতে চান না ভারত অধিনায়ক রোহিত শর্মা।