ভারতকে (Team India) ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান (ODI World Cup 2023)। অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামেন গুরবাজরা। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলেন তাঁরা। একাই চার উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ৮০ রান করেন অধিনায়ক শাহিদি। ওমারজাই করেন ৬২।
এদিন আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে কালো ব্যাজ পরে খেলবে নামে আফগানিস্তান। বুমরা, হার্দিকের ধাক্কায় শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। মোট ৪ উইকেট তুলে নেন বুমরা। ২ উইকেট পান হার্দিক। অধিনায়ক শাহিদি ও ওমরজাইয়ের বড় পার্টনারশিপে খেলায় ফেরে আফগানিস্তান।
আরও পড়়ুন: বাড়ছে চাহিদা, বিশ্বকাপের মরশুমে প্রায় ১ লাখ কর্মী নিয়োগ বিভিন্ন সংস্থায়
বিশ্বকাপে এদিন আফগানিস্তানের বিরুদ্ধে দলকে প্রথম উইকেট এনে দেন বুমরা। ওপেনার ইব্রাহিম জার্ডানের ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটকিপারের হাতে। এরপরই নতুন ভঙ্গিমায় সেলিব্রেশন করেন বুমরা। এরপর শার্দুল ঠাকুর ও হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে শুরুতে ঝটা লাগে আফগান শিবিরে। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান।