ভারতের মাটিতে বিশ্বকাপে প্রথম জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট ১৫৭ রানের। শনিবার ধর্মশালায় শাকিব এবং মেহেদি হাসানের দাপটে ১৫৬ রানে শেষ হয়ে গেল আফগানদের ইনিংস। দু জনেই তিনটি করে উইকেট নিয়েছেন। টস জিতে এদিন আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
শুরুটা ভাল করেছিলেন নাইটদের ক্রিকেটার গুরবাজ। কিন্তু তিনি ৪৭ রানে আউট হতেই ভেঙে পড়ল আফগানদের ব্যাটিং দূর্গ। মাত্র ৩৭.২ ওভার ব্যাট করার সুযোগ পেলেন আফগান ব্যাটাররা। ৩০ রান দিয়ে তিন উইকেট শাকিবের। ২৫ রানে তিন উইকেট মেহেদির।
আরও পড়ুন : চিপকে শুভমনের খেলা ঘিরে অনিশ্চয়তা, কী বললেন বোর্ড কর্তা ?
যাবতীয় জল্পনায় ইতি টেনে এদিন বিশ্বকাপের অভিযান শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে নামার আগে এশিয়ান গেমসের ক্রিকেটেও পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।