রবিবার সকাল থেকেই দেশবাসী কার্যত উত্তেজনায় ফুটছে। একটা চাপা টেনশন কাজ করছে তো বটেই যখন প্রতিপক্ষ ব্যাগি গ্রিন। তবে ২০০৩ আর ২০২৩ এর তফাৎ অনেকটাই। ভারতের শক্তিশালী ব্রিগেডের উপর ভরসা রেখে, বিশ্বজয়ের স্বপ্ন দেখছে গোটা ভারতবর্ষ।
টিম ইন্ডিয়ার সমর্থনে, রবিবার সকাল থেকেই মায়ানগরী ছেড়ে আহমেদাবাদের উদ্দেশে রওনা দিলেন বলি সেলেবরা।
মায়ানগরীর এয়ারপোর্টে এদিন ফ্রেমবন্দি হলেন মাস্টার ব্লাস্টার। আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
৮৩ এর বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকেও এদিন মুম্বই টু আহমেদাবাদের ফ্লাইটে দেখা গিয়েছে। ফ্রেমবন্দি হয়েছেন রণবীর সিংও। দীপিকা পাড়ুকোন বাবার সঙ্গে যাচ্ছেন বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। বিবেক ওবেরয়ও এদিন গলা ফাটালেন ভারতের হয়ে। ইতিমধ্যয়েই ম্যাচ দেখতে আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন উর্বশী রাউতেলাও। বলাই বাহুল্য, ফাইনালের আহমেদাবাদের স্টেডিয়ামে চাঁদের হাট বসতে চলেছে।