ইতিহাসের সঙ্গে জড়িয়ে ১৮ অক্টোবর। সংবাদমাধ্যমের জগতে বিবিসি এক অন্যতম নাম। সেই বিবিসির প্রতিষ্ঠা হয় এই দিনে। ১৯২২ সালে প্রথম আত্মপ্রকাশ করে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। কয়েকদিনের মধ্যে ব্রিটিশ নাগরিকদের মন জয় করে নেয় বিবিসি।
দক্ষিণ ভারতের ইতিহাসে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮ অক্টোবর, ২০০৪ সাল। পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী ঘিরে ফেরে চন্দন দস্যু বীরপ্পনের ডেরা। এনকাউন্টার করা হয় তাঁকে। কয়েকদশক ধরে দক্ষিণ ভারতের ত্রাস ছিল বীরাপ্পন।
১৮ অক্টোবর বিজ্ঞানের জগতে অভূতপূর্ব আবিষ্কার হয়। যা বর্তমানে আমাদের দৈনন্দিন যাপনের সঙ্গে জড়িয়ে আছে। ১৯৩১ সালে আমেরিকার নিউজার্সিতে টমাস এডিসন তৈরি করেছিলেন বাল্ব। তাঁর জীবদ্দশায় তিনি হাজারের বেশি দৈনন্দিন উপকরণ আবিষ্কার করেন। বৈদ্যুতিক বাতি বা বাল্ব তৈরিতে তিনি অনেকবার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু হার মানেননি।