১৭ নভেম্বর। এই দিনটি ইতিহাসের পাশাপাশি মানব সভ্যতার ইতিহাসেও গুরুত্বপূর্ণ। ১৯০৩ সালে এই দিনই রাইট ভাতৃদ্বয় প্রথম বিমান আবিষ্কার করেন। উইলবার রাইট ও ওরবিল রাইট জুটি ফ্রান্সের অ্যারোনটিক বিজ্ঞানী আলফান্সো এনাউডের একটি আবিষ্কারে অনুপ্রাণিত হন। তাঁরই এক মডেল থেকে ১২ সেকেন্ডের জন্য ১২০ ফুট উঁচুতে প্রথম বিমান ওড়ান তাঁরা। যা মানবসভ্যতার ইতিহাসে নতুন দরজা খুলে দেয়।
ভারতের স্বাধীনতাা সংগ্রামের সঙ্গে জড়িয়ে এই দিন। ১৯২১৮ সালে এই দিনেই সাইমন কমিশনের বিরোধিতা করার জন্য লালা লাজপত রায়ের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে জ্বলে ওঠে গোটা দেশ। এই দিনই প্রতিশোধের প্রতিজ্ঞা করেন ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ ও সুখদেব।
১৭ নভেম্বর আন্তর্জাতিক পড়ুয়া দিবস। ১৯৩৯ সালের সঙ্গে জড়িয়ে এই দিনটির ইতিহাস। চেকোশ্লেভিয়া দখল করেছে তখন হিটলারের নাৎজি বাহিনী। প্রাগে প্রতিবাদ করার সময় মৃত্যু হয় এক ছাত্রের। এই ঘটনায় প্রতিবাদে শামিল হলে ১২০০ ছাত্রকে একসঙ্গে ফাঁসি দেয় নাৎজি সেনা। ১৯৪১ সাল থেকে এই দিন আন্তর্জাতিক ছাত্র দিবস।