World Cup 2023: বিশ্বকাপের একটি সেমিফাইনালের লাইন-আপ পাকা, ফিরবে ২৪ বছর আগের রুদ্ধশ্বাস লড়াই?

Updated : Nov 08, 2023 07:52
|
Editorji News Desk

৬টি ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপ ক্রিকেটের একটি সেমিফাইনালের দুই প্রতিপক্ষ। ১৯৯৯ সালের পর ফের বিশ্বকাপের সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ২৪ বছর আগের ওই রুদ্ধশ্বাস ম্যাচ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ঢুকে গিয়েছে। ক্রিকেট দুনিয়ার দুই সেরা শক্তির যুদ্ধ কি আরও একবার সেই রোমাঞ্চ ফিরিয়ে দেবে? জানার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটি দিন।

Science Of Love: 'ভালবাসার তুমি কী জান'? ভালবাসলে নাকি জিনেও আসে বদল! বলছে আধুনিক গবেষণা

গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ইনিংসে ভর করে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে ভারতের কাছে বিরাট ব্যবধানে হারার আগেই শেষ চারের জায়গা নিশ্চিত করেছিলেন প্রোটিয়ারা। দু'দলেরই সংগ্রহ ৮ ম্যাচে ১২ পয়েন্ট। তাদের পক্ষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা ভারতকে ছোঁয়া সম্ভব নয়। ঠিক তেমনই অন্য কোনও দলের পক্ষেও অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাকে ছোঁয়া অসম্ভব। চতুর্থ স্থানে যে দলই শেষ করুক, তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ১০।

আপাতত রান রেটের বিচারে দক্ষিণ আফ্রিকার থেকে একটু পিছিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। রাউন্ড রবিনের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে আফগানিস্তানের। অস্ট্রেলিয়া খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।  এই দুই ম্যাচের ফলাফল যাই হোক, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে এই দুই দেশই থাকবে।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, একটি সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল। অন্য সেমিফাইনালে শীর্ষ স্থানে থাকা দলের মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা দল। লিগ টপার ভারতের বিরুদ্ধে কোন দল খেলবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে।

WORLD CUP 2023

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও