ঘরের মাঠে বিশ্বকাপ, তাই টিম ইন্ডিয়াকে নিয়ে পাহাড়প্রমাণ প্রত্যাশা দেশবাসীর। এরই মাঝে মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা। এখনও পর্যন্ত দু-বার বিশ্ব চ্যাম্পিয়ন দলের এ বছরের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হতে চলেছে ক্যান্ডির একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে।
Goutam Gambhir : এশিয়া কাপে হঠাৎ রেগে আগুন গৌতম গম্ভীর, তারপর কী হল...
বিশ্বকাপের দলে কারা থাকবেন, কারা বাদ পড়বেন, তা নিয়েও জল্পনাঢ় শেষ নেই । NDTV-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, দলে থাকতে পারেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু বাদ পড়বেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।
ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল ঘোষণা হওয়ার পরই শ্রীলঙ্কা উড়ে গিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর। কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে চূড়ান্ত দল নিয়ে কথাও বলেছেন তিনি।
এশিয়া কাপে কে এল রাহুল বাদ পড়ার পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।