অক্টোবরেই শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ । সম্ভাব্য সূচি আগেই প্রকাশ করা হয়েছে ক্রিকেট বোর্ডের তরফে । আজ, মঙ্গলবার একদিনের বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করবে বোর্ড । বিশ্বকাপের ফাইনাল যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হচ্ছে, সেই ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল বোর্ডের তরফে । আবার সূত্রের খবর, ভারত-পাকিস্তান ম্যাচও হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । এই সম্ভাবনাগুলোতেই মঙ্গলবার কার্যত সিলমোহড় পড়তে চলেছে ।
জানা গিয়েছে, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে জাঁকজমক ভাবে ঘোষিত হবে বিশ্বকাপের সূচি। সকাল ১১.৩০ টা থেকে অনুষ্ঠান। এদিকে, বিশ্বকাপের ট্রফি টুরের বিষয়ে আইসিসি জানিয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, ভূ-পৃষ্ঠ থেকে ১২০০০০ ফুট উচুঁ থেকে বিশ্বকাপের ট্রফি নামানো হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । মঙ্গলবার থেকে শুরু হবে টুর । মোট ১৮টি দেশ ঘুরে ভারতে আসবে ট্রফি ।
এদিকে,আইসিসি সূত্রে খবর, কলকাতা পেতে পারে সেমিফাইনাল ম্যাচ । আরেকটা সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে । এ বারে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে বিশ্বকাপের পাঁচটি করে ম্যাচ হতে পারে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর ফাইনাল হতে পারে বিশ্বকাপের ।