কালো আর্মব্যান্ড পরে খেলতে নামার জন্য অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে ভর্ৎসনার সিদ্ধান্ত বহাল রাখছে আইসিসি। আইসিসি-র একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই কাজটি করতে চেয়েছিলেন তিনি। রোববার এই খবর জানাল সিডনি'র মর্নিং হেরাল্ড।
পার্থে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে এই ৩৭ বছর বয়সী অজি ওপেনার কালো বাহুবন্ধনী (আর্মব্যান্ড) পরে মাঠে নেমেছিলেন। তাঁর ব্যক্তিগত ক্ষোভের কথা জানাতে দ্বিধা করেননি তিনি।
আইসিসি'র পক্ষ থেকে জানানো হয়, কালো আর্মব্যান্ড পরে খেলতে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া বা আইসিসি'র কাছে অনুমতি নেননি উসমান খাজা।
উল্লেখ্য, এর আগে, প্যালেস্তাইনের সমর্থনে নিজের জুতোতে স্লোগান লিখে মাঠে নেমেছিলেন এই অজি ওপেনার। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল।
আইসিসি'র নিয়ম অনুযায়ী, কোনও আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন, কোনও খেলোয়াড়ই রাজনৈতিক, ধর্মীয় অথবা জাতি কিংবা বর্ণবিদ্বেষমূলক কাজের ব্যাপারে বার্তা দিতে পারবেন না।