৫ ঘণ্টায় ওলট-পালট ICC টেস্টের ক্রম তালিকা। তালিকা প্রকাশের প্রথমে অস্ট্রেলিয়ার সঙ্গে নম্বর বেশি থাকায় ১ নম্বরে ছিল ভারত। কিন্তু ৫ ঘণ্টা পরেই সব আলাদা। ভারত নেমে আসে ২ এ, ১ এ অস্ট্রেলিয়া। কিন্তু কেন এমন হল? এই নিয়েই এখন প্রশ্ন উঠছে ক্রিকেট দুনিয়ায়।
তবে সামান্য কথায় দায় ঝেড়েছে ICC, তাঁদের যুক্তি প্রযুক্তিগত সমস্যার কারণে ভারত শীর্ষে পৌঁছেছিল। সমস্যা মিটেছে। সঠিক ক্রম তালিকা প্রকাশ পেয়েছে। সেই অনুযায়ী অস্ট্রেলিয়া প্রথমে ভারত দ্বিতীয়তে। তবুও প্রশ্ন উঠছে, প্রযুক্তিগত ত্রুটির কথা জানাতে ৫ ঘণ্টা কেন লাগল।
আরও পড়ুন: একদিন, টি-টোয়েন্টির পর এবার টেস্ট, আইসিসির তালিকায় শীর্ষে ভারত
সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ডের মাটিতে হবে এই ফাইনাল। ওভালে ফাইনাল খেলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জিততে হবে ৩-০ ব্যবধানে। যা কঠিন মনে হচ্ছে না টিম ইন্ডিয়ার সামনে।