অবসরের এক দশক পরেও তাঁর আবেদন সর্বজনীন। তাই আইসিসি বিশ্বকাপের বোধনও হবে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের হাত দিয়েই। এই বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্ব্যাসাডর হিসেবে তাঁকেই বেছে নিয়েছে আইসিসি। আমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে ঢুকবেন তিনি। প্রতিযোগিতা শুরুর আনুষ্ঠানিক ঘোষণাও করবেন সচিন।
বিশ্বকাপ শুরুর আগে সচিন জানিয়েছেন, দুর্দান্ত একটি টুর্নামেন্ট দেখার জন্য তিনি অপেক্ষা করছেন। তাঁর আশা, এই বিশ্বকাপও প্রচুর নতুন ছেলেমেয়েকে ক্রিকেটের প্রতি আকর্ষিত করবে। তারা সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করতে চাইবে।
১৯৮৭ বিশ্বকাপে বল বয় হিসাবে মাঠে ছিলেন সচিন। তারপর থেকে দেশের হয়ে ছয়টি বিশ্বকাপ খেলেছেন তিনি। সচিনের কথায়, "বিশ্বকাপ আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। ২০১১ সালে বিশ্বকাপ জয় আমার ক্রিকেট সফরের সবচেয়ে গর্বের মুহূর্ত।"