শিয়রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই মুহূর্তে যে প্রশ্ন নিয়ে বহু ক্রিকেটপ্রেমীর মধ্যে সংশয় রয়েছে, তা হল- ওভালে যদি ফাইনালটি ড্র হয় বা বৃষ্টির জন্য বিঘ্নিত হয়, তাহলে কী ফলাফল হবে? জানা গিয়েছে, ওভালে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট পাঁচদিনেরই। আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা আরও একটি অতিরিক্ত দিন রেখেছে।
তবে, এই অতিরিক্ত দিন তখনই কাজে লাগানো হবে, যখন বৃষ্টির ফলে ম্যাচটি বিঘ্নিত হয়ে যাবে। শুধুমাত্র আবহাওয়ার কারণে ম্যাচ বিঘ্নিত হলেই তবেই ষষ্ঠ দিনে খেলা হবে। তবে, ড্র হলে ষষ্ঠ দিন অবধি টেস্ট গড়াবে না, তাও বলে দিয়েছে আইসিসি।
উল্লেখ্য, দু'বছর আগে ভারত-নিউজিল্যান্ডের মধ্যের ফাইনাল বৃষ্টির জন্য ষষ্ঠ দিন পর্যন্ত গড়িয়েছিল।