সেমি ফাইনালে স্বপ্নভঙ্গ এইচএস প্রণয়ের। অধরাই রইল সোনা। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে প্রথম গেমে জিতে এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হল তাঁকে।
বিশ্বের তিন নম্বর তাইল্যান্ডের কুনলাভুট ভিটিডসার্নের কাছে তিন গেমের লড়াইয়ে হেরে ব্রোঞ্জ জিতলেন প্রণয়। শুরুটা ভালই করেছিলেন প্রণয়। দেখে মনেই হচ্ছিল না ক্রমতালিকায় ছয় ধাপ পিছিয়ে তিনি।
Durand Cup 2023 : আজ ফিরছেন পেত্রাতোস, ডুরান্ড কোয়ার্টার ফাইনালে বাগানের প্রতিপক্ষ মুম্বই
গতবারের বিশ্ব ব্যাডমিন্টন ফাইনালিস্টের বিরুদ্ধে প্রথম গেম জিতে নেন ২১-১৮ ব্যবধানে। যদিও এরপরই ভিতিদসার্ন দারুণভাবে ঘুরে দাঁড়ান। পরের দুটি গেম জিতে নেন ২১-১৩, ২১-১৪ ব্যবধানে। ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াই-এ শেষ হাসি হাসতে পারলেন না প্রণয়, ব্রোঞ্জ নিয়েই তাঁকে ফিরতে হচ্ছে ঘরে।