আগামী মাসে কলকাতায় আসছেন এমিলিয়ানো মার্তিনেস(Emiliano Martínez)। মোহনবাগান মাঠে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । তবে,তার আগে মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেস । সেখানেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ, ফুটবলপ্রেমীরা । তবে, তার জন্য কাটতে হবে টিকিট । কোথায় কাটবেন, কত দাম, একনজরে দেখে নেওয়া যাক...
৪ জুলাই অনুষ্ঠান । নাম হল 'তাহাদের কথা' । বেলা ১২টা থেকে অনুষ্ঠান শুরু হবে । মূলত অনলাইনে টিকিট কাটা যাবে । তবে, টিকিটের মধ্যেও ৭টা ভাগ থাকছে । তার আবার আলাদা নামও আছে । যেমন একেবারে কম দামের টিকিট হল ব্রোঞ্জ লাইট । প্রতি টিকিটের দাম ৪৯৯ টাকা । সব থেকে দামী টিকিট হল প্ল্যাটিনাম । এক জনের জন্য টিকিটের দাম ১,২৫,০০০ টাকা ও ছ’জনের জন্য গ্রুপ টিকিটের দাম ৬,২৫,০০০ টাকা। তবে সেখানে মার্তিনেজের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে । এছাড়া, সই করা জার্সি ও মধ্যাহ্নভোজও পাবেন সাধারণ মানুষরা । সুপার গোল্ড, প্ল্যাটিনাম লাইটেও মার্তিনেসের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে ।
একনজরে টিকিটের দাম ও সুযোগ-সুবিধা
ব্রোঞ্জ লাইটে টিকিট মূল্য ৪৯৯ টাকা , অনুষ্ঠান দেখা যাবে
ব্রোঞ্জে টিকিট মূল্য ৬৯৯ টাকা , অনুষ্ঠান দেখা যাবে
সিলভারে প্রতি টিকিটের মূল্য ৯৯৯ টাকা , অনুষ্ঠান দেখা যাবে
গোল্ডের ক্ষেত্রে টিকিট মূল্য ৪০০০ টাকা । এখানে মধ্যাহ্নভোজ দেওয়া হবে । অনুষ্ঠান দেখার পাশাপাশি মার্তিনেসের সই করা জার্সি পাবেন দর্শকরা ।
সুপার গোল্ডে টিকিট মূল্য ২৫,০০০ টাকা। সই করা জার্সির পাশাপাশি মার্তিনেসের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাওয়া যাবে ।
প্ল্যাটিনাম লাইটের ক্ষেত্রে প্রতি টিকিটের মূল্য ৬০,০০০ টাকা। এই ক্যাটেগরিতেও একই ব্যবস্থা
প্ল্যাটিনামে এক জনের টিকিটের দাম ১,২৫,০০০ টাকা ও ছ’জনের গ্রুপ টিকিটের দাম ৬,২৫,০০০ টাকা । সেখানে সই করা জার্সি ও মার্তিনেসের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মধ্যাহ্নভোজও পাবেন দর্শকরা ।