বিশ্বকাপের এখনও ৯৯ দিন বাকি। কিন্তু এখনই আহমেদাবাদের হোটেলগুলির দর আকাশ ছোঁয়া। এক একটি ঘরের দর উঠেছে প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত। যে দর আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সাধারণত আহমেদাবাদেরই বিলাসবহুল হোটেলের ঘরের দাম থাকে ৬৫০০ থেকে ১০,৫০০ টাকার মধ্যে। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং ভারত পাকিস্তানের ম্যাচ ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থকরা হোটেলে ঘর শুরু খোঁজা শুরু করে দিয়েছেন। আর তার জেরেই হোটেলে ঘর পাওয়া মুশকিল হয়ে গিয়েছে। যেগুলিতে ঘর রয়েছে তার দরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর। প্রায় একমাস বিশ্বকাপে গ্রুপের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে রোহিত শর্মাদের বিশ্বকাপের অভিযান।
আরও পড়ুন - ১৫ তারিখ পাকিস্তান, চেন্নাই থেকে আট অক্টোবর বিশ্বকাপ শুরু ভারতের
নকআউটের আগে বিশ্বকাপে কোনও এক যোগ্যতা অর্জকারী দলের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। খেলা হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে ১৫ অক্টোবর বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাক দ্বৈরথ।