হাতে বেশ কয়েকদিনের ছুটি থাকায় উত্তরাখণ্ডে পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপন করতে যাচ্ছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant Car Accident)। সেইসময়ই ভোরের দিকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। আপাতত ভর্তি রয়েছেন দিল্লির হাসপাতালে। তাঁর মাথা এবং পায়ে গুরুতর চোট লেগেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শরীরের একাধিক জায়গায় পুড়ে গিয়েছে পন্থের। অস্থিবিশেষজ্ঞ ও প্লাস্টিকসার্জনদের একটি দল তাঁকে পরীক্ষা করছেন। হাসপাতালের চিকিৎসক আশিস ইয়াগ্নিক সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে পন্থের চোট গুরুতর নয়।”
প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পন্থকে। প্রাথমিকভাবে তাঁকে দেরাদূনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: 'ড্রামাবাজ', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর
পন্থ পুলিশকে জানিয়েছেন যে, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। আগুন লেগে যায়। নিজেকে বাঁচাতে গাড়ির উইন্ডস্কিন ভেঙে বাইরে বেরিয়ে আসেন এই ভারতীয় ক্রিকেটার।