প্রকাশ্যে সমপ্রেমের সমর্থনে রামধনু রোলেক্স ঘড়ি পরেই মাঠে নামলেন হ্যারি কেন৷ কাতার বিশ্বকাপ যেন হয়ে উঠেছে প্রতিবাদের মঞ্চ। যতবার নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে মুক্ত চিন্তায়, ততবারই তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন ফুটবল তারকারা৷ কাতারে 'সমপ্রেম' নিষিদ্ধ এই অছিলায় 'ওয়ান লভ আর্মব্যান্ড' পরে মাঠে নামতে দেওয়া হয়নি ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইৎজারল্যান্ড ও ওয়েলস এর মতো ইউরোপের দেশগুলিকে।
ফিফা জানিয়েছিল, আয়োজক দেশের সংস্কৃতি আইন মেনে চলতে হবে তাই এই সিদ্ধান্ত। কিন্তু এত নিষেধাজ্ঞার পরেও ক্যাপ্টেন কেনের মগজাস্ত্রে ঝোলানো গেল না তালা৷ প্রতিবাদের অভিনব ভাষা খুঁজে নিলেন তিনি৷
বিলাসবহুল বহুমূল্যের রামধনু রঙা রোলেক্স ঘড়ি পরেই মাঠে নামলেন হ্যারি কেন। সোচ্চারে তিনি জানিয়ে দিলেন তাঁর সমপ্রেম সমর্থনের কথা। ফিফার চোখ রাঙানিকে উপেক্ষা করে সমপ্রেমকেই জিতিয়ে দিলেন হ্যারি কেন৷