ফুটবল মাঠে তাঁর ম্যাজিক দেখেছে গোটা বিশ্ব । কিন্তু, কোনও রেস্টুরেন্টের রান্নাঘরে, খুন্তি নিয়ে রান্না করতে দেখেছেন ? সম্প্রতি, সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সম্প্রতি, ওয়েন রুনির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েছেন হ্যারি কেন । এবার সেই সাফল্য সেলিব্রেশন করলেন লন্ডনের এক নামী রেস্তরাঁয় । কীভাবে ? নিজের হাতে তৈরি করলেন এক বিশেষ বার্গার । যাকে বলা হচ্ছে 'রেকর্ড ব্রেকার' বার্গার ।
কী বিশেষত্ব রয়েছে ওই বার্গারে ? হ্যারি কেন তৈরি করেছেন চিকেন বার্গার । বিশেষত্ব হল, বার্গারের উপরে লেখা ৫৪ । আসলে ৫৪তম আন্তর্জাতিক গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েছেন ফুটবল তারকা । সেই সাফল্যকে বার্গারে লিখে রাখলেন । এই চিকেন বার্গারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য লন্ডনের TOCA সোশ্যালে বিক্রি হচ্ছে । যার লাভের ৫৪ শতাংশ হ্যারি কেন ফাউন্ডেশনকে দেওয়া হবে ।
সম্প্রতি, ইতালিকে ২-১ গোলে হারিয়ে ইউরো ২০২৪ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে থ্রি লায়ন্স । এই ম্যাচে ৫৪তম আন্তর্জাতিক গোলটি করেন হ্যারি কেন । ওয়েন রুনির ৫৩ গোলের জাতীয় রেকর্ডটি ভেঙে দেন হ্যারি । শুধু তাই নয় ১৯৬১ সালের পর ইতালির মাটিতে তার দলকে প্রথম জয় এনে দিতে সাহায্য করেন হ্যারি ।