টি টোয়েন্টিতে (T-20) জোড়া নজির গড়লেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) । বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হরমনপ্রীত । সেইসঙ্গে ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ৩০০০ রান সম্পূর্ণ করেছেন হরমন । বিসিসিআই-এর (BCCI) তরফে টুইট করে বিশেষ সম্মান জানানো হয়েছে মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে ।
হরমনপ্রীত বলেন, এত ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার জন্য বিসিসিআই ও আইসিসি-কে ধন্যবাদ । এটা তাঁর কাছে বিরাট সম্মানের । উল্লেখ্য, হরমনপ্রীত মোট ১৫০টি ম্যাচ খেলেছেন । পুরুষ এবং মহিলা মিলিয়ে হরমনপ্রীতই প্রথম এতগুলি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন । পুরুষদের মধ্যে প্রথমে রয়েছেন রোহিত শর্মা। তিনি ১৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ।
আরও পড়ুন, Cristiano Ronaldo Saudi Home: হোটেলের বিলের কোটি কোটি, সৌদিতে অবশেষে নতুন ঠিকানা রোনাল্ডোর
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারতের মহিলা ক্রিকেট দল । সোমবারের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে ভারত । ওই ম্যাচেই হরমনপ্রীতের জোড়া সাফল্যের সাক্ষ্মী থাকল গোটা ক্রিকেট বিশ্ব ।