এবার বিশ্বকাপে আশা করা হয়েছিল, সেরা অলরাউন্ডার হয়ে গেমচেঞ্জার হবেন। বাংলাদেশ ম্য়াচে চোটে সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। এবার তাঁর জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও বাড়ল। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারবেন না। আগেই জানা গিয়েছিল। এবার জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজেও মাঠে নামতে পারবেন না হার্দিক। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজ ও ওয়ানডে সিরিজে থাকবেন না হার্দিক।
এবার বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এরপর আশা করা হয়েছিল সেমিফাইনাল বা ফাইনালের আগে ফিরবেন তিনি। কিন্তু চোটে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় অলরাউন্ডারের। কিন্তু হার্দিকের পরিবর্তে টিমে ফেরেন মহম্মদ শামি। টিম কম্বিনেশনেরও পরিবর্তন করে টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সিরিজে না থাকলে, টিমের কম্বিনেশনে ফের পরিবর্তন হতে পারে। আগামী বছর T20 বিশ্বকাপ। হার্দিক না থাকলে, সেটাও একটা চিন্তা টিম ইন্ডিয়ার।