বিশ্ব দাবায় ইতিহাস গড়লেন এক ভারতীয় টিনএজার দাবাড়ু৷ ১৭ বছরের গুকেশ ডোম্মারাজু বিশ্বের কনিষ্ঠতম হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করলেন তিনি।
কানাডার টরন্টোয় ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গুকেশ। ১৪ রাউন্ডের লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হন তিনি৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডিং লিরেনকে চ্যালেঞ্জ করবেন তিনি। ডিং বর্তমানে দাবার বিশ্বচ্যাম্পিয়ন।
আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে ড্র করেন গুকেশ। ফ্যাবিয়ানো করুয়ানা এবং ইয়ান নেপমনিয়াচির ম্যাচ ড্র হওয়ায় গুকেশেরও চ্যাম্পিয়ন হতে ড্রই দরকার ছিল। গুকেশকে নিয়ে উছ্বসিত কিংবদন্তি বিশ্বনাথন আনন্দও। তিনি বলেছেন, শেষ রাউন্ডের ফল যা-ই হোক না কেন, গুকেশ যা করবেন সেটাই ভারতীয় দাবার ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।
ম্যাগনাস কার্লসেন এবং গ্যারি কাসপরভ ২২ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। চীনের লিরেনকে হারাতে পারলে সেই রেকর্ড ভেঙে কনিষ্ঠতম হিসাবে বিশ্বজয়ী হবেন গুকেশ।