ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম ইনিংসে ১০০০ রান পূর্ণ করার রেকর্ড ছিল শচীন তেন্ডুলকর এবং রুতুরাজ গায়কোয়াড়ের।নিজের প্রথম আইপিএল শতরানের মাধ্যে সেই রেকর্ড ভেঙে দিলেন গুজরাট টাইটান্সের ব্যাটার সাই সুদর্শন।
৩১ ইনিংসে আইপিএলে এক হাজার রানে পৌঁছেছিলেন শচীন ও রুতুরাজ। সাই সুদর্শন মাত্র ২৫ ইনিংসেই পেরিয়ে গেলেন আইপিএলে এক হাজার রানের মাইলস্টোন। অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেনও তাঁর মতোই ২৫তম ইনিংসে হাজার রান পূর্ণ করেছিলেন। আইপিএলে দ্রুততম এক হাজার রান করার রেকর্ড এক অজির। শন মার্শ ২১টি ইনিংসে এই নজির গড়েছিলেন। তাঁর ঠিক পরেই আছেন ক্যারিবিয়ান তারকা লেন্ডল সিমন্স। তিনি হাজার রান করতে ২৩টি ইনিংস নিয়েছিলেন।
শুক্রবার আমেদাবাদে কার্যত ঝড় তোলেন সাই সুদর্শন। ৫১ বলে তাঁর ১০৩ রানের ইনিংসে ছিল ৫টি চার এবং ৭টি ছয়। এটিই তাঁর প্রথম আইপিএল শতরান।