শনিবার মুম্বইয়ের ঐতিহ্যবাহী ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne stadium) চলতি আইপিএলের (IPL 2022) ৪৩-তম ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans) মুখোমুখি হচ্ছে ফাফ দু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)।
চলতি আইপিএলে ভয়ঙ্কর ফর্মে রয়েছে প্রথমবার এই টুর্নামেন্ট খেলা গুজরাট টাইটান্স দল। অশ্বমেধের ঘোড়ার মতো অপ্রতিরোধ্য দৌড় চলছে তাদের। লিগ টেবিলেও রয়েছে শীর্ষে। অন্যদিকে, খুব ভাল অবস্থায় নেই আরসিবি। বিশেষজ্ঞদের মতে, শনিবারের ম্যাচে ফেভারিট হিসেবে শুরু করবে গুজরাট।
আরও পড়ুন: প্রতিপক্ষ মণিপুর, সন্তোষ ট্রফির সেমিফাইনালে শুক্রবার আত্মবিশ্বাসী বাংলা
এখনও পর্যন্ত চলতি আইপিএলে (IPL 2022) আটটি ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল। জিতেছে সাতটি ম্যাচ। অধিকাংশ ম্যাচের সিংহভাগ জুড়েই কর্তৃত্ব বজায় রেখেছিল তারা। আরসিবি (RCB vs GT)) ম্যাচেও তার অন্যথা হবে না বলেই মনে করছে ওয়াকিবহালমহল। আশাবাদী গুজরাটের সমর্থকেরাও।
অপরদিকে, টুর্নামেন্টের প্রথমদিকে মোটামুটি ভাল শুরু করলেও যতই খেলা এগিয়েছে ততই যেন হাড়গোড় বেরিয়ে পড়েছে বিরাট কোহলির (Virat Kohli) দলের। পরপর দুটি ম্যাচে রীতিমতো পর্যুদস্ত হয়ে গুজরাট টাইটান্সের মুখোমুখি হওয়ার আগে আরসিবি যে খুব ভদ্রস্থ জায়গায় নেই, তা স্পষ্টভাবেই বলা যায়।
ন'টি ম্যাচ খেলে তাদের জয় ৫'টিতে। হেরেছে ৪'টি ম্যাচ। ভাগ্যের চাকার দ্রুত বদল ছাড়া এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের কাছে আর কিছুই চাওয়ার নেই।
শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH beat RCB) কাছে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে, তাদের আগামী ম্যাচে ব্রেবোর্নের যে পিচে খেলা হবে সেখানে ব্যাটারদের হাসি চওড়া করার বহু উপকরণ মজুত। আরসিবি তা কাজে লাগাতে পারে কি না, এখন সেটাই দেখার।