দুর্ধর্ষ শতরান করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে এই শতরান করে তিনি স্পর্শ করে ফেললেন রোহিত শর্মাকে। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বোচ্চ শতরান করার বিশ্বরেকর্ড (৫) এখন যুগ্মভাবে রোহিত ও ম্যাক্সওয়েলের ঝুলিতে। রবিবারের অ্যাডিলেড সাক্ষী থাকল ম্যাক্সওয়েলের বিশ্বরেকর্ডের। মাত্র ৫৫ বলে ১২০ রানের ঝকঝকে ইনিংস খেললেন অস্ট্রেলিয়ান ব্যাটিং-এর এই স্তম্ভ। ১২টা বাউন্ডারি এবং ৮টা বিশাল ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর এই ইনিংস। মূলত ম্যাক্সওয়েলের এই ইনিংসের সৌজন্যেই ২০ ওভারে রানের পাহাড় গড়ে অজিরা। ৪ উইকেট হারিয়ে তুলল ২৪১ রান।
এই বিশ্বরেকর্ড গড়ার পর ম্যাক্সওয়েল জানান, অ্যাডিলেডে এর আগে তেমন মনে রাখার মত ইনিংস খেলতে পারেননি তিনি। রবিবার তাঁর ঐতিহাসিক ইনিংস স্টেডিয়ামে বসে দেখলেন তাঁর বাবা-মা। সেটিও তাঁর কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার বলে জানান ম্যাড ম্যাক্স।