ভারতের হয়ে আইপিএল খেলতেনই। তবে এবার একটু অন্যভাবে এ দেশ জুড়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) সঙ্গে। তামিল পাত্রী ভিনি রমনকে (Vini Raman) মন দিয়েছিলেন আগেই। এবার আচার অনুষ্ঠান করে বিয়েটা সেরে ফেললেন ম্যাক্সওয়েল। সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ফেব্রুয়ারিতেই ভিনি আর গ্লেনের বিয়ের কার্ড ফাঁস হয়ে যায় নেট দুনিয়ায়। তামিল ভাষায় লেখা সেই কার্ড সকলেই দেখেছেন। এবার হিন্দু মতে সব নিয়ম মেনে বিয়ে করলেন অজি তারকা। বিয়ের ভিডিও দেখে বোঝাই যায় বেশ খোশ মেজাজে ছিলেন বর কনে। ব্যাকগ্রাউন্ডে বাজছিল দক্ষিণী যন্ত্রানুসঙ্গীত। তার ছন্দে ছন্দে কনেকে মালা পরাতে আসছিলেন ম্যাক্সওয়েল।
গ্লেনের দীর্ঘদিনের বাগদত্তা ভিনি পেশায় চিকিৎসক।