ভোট দিলেই ফ্রি'তে অথবা প্রচুর ছাড়ে পাওয়া যাবে দোসা, লাড্ডু, কফি ও অন্যান্য খাদ্যসামগ্রী। শুক্রবার এমন অভাবনীয় ঘটনার সাক্ষী রইলেন বেঙ্গালুরুর সাধারণ বাসিন্দারা। জানা গিয়েছে, শহরের বাসিন্দাদের ভোট দেওয়ার ব্যাপারে আরও উৎসাহিত করতেই বৃহৎ বেঙ্গালুরু হোটেলস অ্যাসোসিয়েশনের আওতায় থাকা কয়েকটি রেস্তোরাঁর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার কর্নাটকের মোট ২৮;টি লোকসভা কেন্দ্রের মধ্যে ভোট ছিল ১৪'টি কেন্দ্রে। এই কেন্দ্রগুলির মধ্যে বেঙ্গালুরু দক্ষিণ, বেঙ্গালুরু মধ্য, বেঙ্গালুরু উত্তর কেন্দ্রগুলি অন্যতম।
বেঙ্গালুরুর ন্রুপাতুঙ্গা রোডের দ্য নিসর্গ গ্র্যান্ড হোটেলের পক্ষ থেকে বিনামূল্যে বাটার দোসা, লাড্ডু ও জুস খেতে দেওয়া হয় ক্রেতাদের। যদিও, বিনামূল্যে এই খাবারগুলি খাওয়ার জন্য প্রত্যেক ভোটদাতাকে নিজেদের আঙুলের কালি দেখাতে হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষকে। এই উদ্যোগের পোশাকি নাম- 'ভোট মাদি, উটা মাদি' (নিজের ভোট দিন এবং খাবার নিয়ে যান)।