মা হলেন মারিয়া। ছোট্ট থিয়োডর-সহ প্রেমিক আলেকজান্ডার গিলকেসের ছবি সোশাল মিডিয়া পোস্ট করলেন প্রাক্তন টেনিস সুন্দরী। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট হতেই শুভেচ্ছায় ভাসছেন শারাপোভা। এই বছরের এপ্রিল মাসে শারাপোভা জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন তিনি। থিয়োডরের ছবি পোস্ট করে পাঁচ বারে গ্র্যান্ডস্লাম জয়ী লিখেছেন, তাঁদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর উপহার তিনি আজ পেলেন।
ডোপিংয়ের অভিযোগে নির্বাসিত হয়েছিলেন। ভুল ওষুধ খাওয়ার কথা তিনি নিজে স্বীকার করেছিলেন। দু বছর আগে আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানান সুগার পোভা। এরপরেই ব্রিটিশ ব্যবসায়ী গিলকেসের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন রুশ টেনিসের প্রাক্তন তারকা মারিয়া শারাপোভা।
সেরিনা উইলিয়ামস বনাম মারিয়া শারাপোভা। একটা সময় মহিলাদের ফাইনালে এটাই ছিল যে কোনও গ্রান্ডস্লামের ফাইনালের লাইন-আপ। মহিলাদের সিঙ্গলসে মারিয়া এমন একজন তারকা, যাঁর ক্য়াবিনেটে সাজানো আছে চারটি গ্র্যান্ডস্লাম। ১৭ বছর বয়সে উইম্বলডন দিয়ে যার শুরু। ২০১২ এবং ২০১৪ সালে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি।