Abdul Razzaq:'...ঐশ্বর্যার সঙ্গে বিয়ে হবে',অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই কী বললেন পাক ক্রিকেটার!

Updated : Nov 14, 2023 13:13
|
Editorji News Desk

বলিউডে জোর গুঞ্জন, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে দূরত্ব বেড়েছে । অভিনেত্রীর জন্মদিনেও দেখা যায়নি অভিষেক বা বচ্চন পরিবারের কাউকে । সম্প্রতি, মেয়েকে নিয়ে শহর ছেড়েছেন মিস ওয়ার্ল্ড । তারকা জুটির বিচ্ছেদ নিয়ে যখন জোর জল্পনা চলছে, ঠিক সেইসময় এক পাক প্রাক্তন ক্রিকেটারের মুখে শোনা গেল ঐশ্বর্যার নাম । এ পর্যন্ত তো ঠিক ছিল । কিন্তু, জানেন কি ওই প্রাক্তন ক্রিকেটার ঐশ্বর্যকে বিয়ে করারও স্বপ্ন দেখে ফেলেছেন ! সম্প্রতি, পাকিস্তান ক্রিকেট টিমের সমালোচনা করতে গিয়ে ঐশ্বর্যার কথা উদাহরণ হিসেবে টানেন আব্দুল রজ্জাক । এরপরই তোলেন বিয়ের প্রসঙ্গ ! যা নিয়ে জোর সমালোচনা চলছে সব মহলে । 

ঠিক কী বলেছেন আব্দুল রজ্জাক ?

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান । সে প্রসঙ্গে পাকিস্তানের এক টিভি চ্যানেলে আব্দুল রজ্জাক জানান, জেতার ইচ্ছেটাই চলে গিয়েছে পাকিস্তান টিমের । তিনি যখন খেলতেন, তখন অধিনায়ক ইউনিস খানের উপর তাঁর পুরো ভরসা ছিল । নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন তাঁরা । কিন্তু এখন সেটা দেখাই যায় না, সেই ইচ্ছেটাই নেই কারও মধ্যে । এরপরই টেনে আনেন ঐশ্বর্যের প্রসঙ্গ । বলেন, "যদি আমি ভাবি যে ঐশ্বর্যার সঙ্গে আমার বিয়ে হবে, তার পর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কী কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না । পাকিস্তানও জিততে পারবে না।"

রজ্জাকের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র । অনেকে বিষয়টা হাসির ছলে ওড়ালেও, কেউ কেউ মনে করছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে ঐশ্বর্যার প্রসঙ্গ টানা উচিৎ হয়নি তাঁর । অন্য কোনও উদাহরণও দিতে পারতেন তিনি ।

Abdul Razzaq

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও