কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) এবার জিদানের ঢুঁসো (Zidane Headbutt) দেখা যাবে! হ্যাঁ, কাতারে ফিরছে জিদানের সেই বিতর্কিত স্মৃতি। জীবনের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন জিদান। সালটা ছিল ২০০৬। সেবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠে ফ্রান্স ও ইতালি (France vs Italy)। ইতালির প্লেয়ার মার্কো মাত্তেরাৎজিকে ঢুঁসো মেরে লাল কার্ড দেখেছিলেন জিদান। সেবার বিশ্বকাপও হারতে হয় ফ্রান্সকে। সেই ঢুঁসোর ১৬ ফুট উচ্চতার একটি মূর্তি তৈরি করেছে কাতার। এবার দোহা স্পোর্টস মিউজিয়ামে রাখা থাকবে সেটি।
এর আগে ২০১৩ সালে জিদানের ওই মূর্তি দোহার সমুদ্রতীরে চার সপ্তাহ রাখা হয়েছিল। কিন্তু ইসলামিক নিয়ম লঙ্ঘিত হচ্ছে, তাই তা সরিয়ে দেওয়া হয়। এবার কাতার বিশ্বকাপের আগে ওই রেপ্লিকা রাখার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ২৯ নভেম্বর থেকে ফুটবল বিশ্বকাপ শুরু। সেই সময় থেকে মূর্তিটি প্রদর্শন শুরু হবে।
আরও পড়ুন: রঞ্জিতে ডাবল সেঞ্চুরি অধরা সুদীপ ঘরামির, ৫ উইকেট হারিয়ে বাংলার স্কোর ৫৭৭
কাতার মিউজিয়ামের প্রধান শেখা আল-মায়াসা বলেন, "দোহার স্পোর্টস মিউজিয়ামের একদম মাঝখানে এই মূর্তিটির প্রদর্শিত হবে। জিদান কাতারের বিশেষ বন্ধু। আরব দেশের আদর্শ জিদান। আমরা মূর্তিটি নতুন করে ইনস্টল করার ভাবনা চিন্তা করছি।"