শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই। এবার দিনে ২টি করে ম্যাচ। মঙ্গলবার পর্যন্ত ১৬টি দেশ শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে। আল বায়েত স্টেডিয়াম ও আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে ৪ দল। কখন খেলা, কীভাবে দেখবেন, দেখে নিন এক নজরে।
ফ্রান্স বনাম পোল্যান্ড
আল থুমামা স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ৮টা
ইংল্যান্ড বনাম সেনেগাল
আল বায়েত স্টেডিয়াম
ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিট
সমস্ত খেলা দেখা যাবে:
স্পোর্টস১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি
এমটিভি এইচডি
লাইভ স্ট্রিমিং:
জিও সিনেমা
এছাড়া, টাটা প্লে অ্যাপের মাধ্যমে এবং ভোডাফোন ইউজারদের জন্য ভি-ওয়ান অ্যাপেও দেখা যাবে খেলা।