অবসর নিলেন জাতীয় দলের গোলকিপার ও ফুটবল তারকা সুব্রত পাল। গোলের নীচে সুব্রত থাকলে, যে কোনও দলই ভরসা পেত। সেই সুব্রত নীরবেই ফুটবল থেকে অবসর নিয়ে ফেললেন।
দোহার এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ১৬টি সেভ করে ইতিহাস তৈরি করেছিলেন। ময়দানের মিষ্টুকে আর দেখা যাবে না, গোলপোস্টের নিচে। তাই আবেগপ্রবণ ফুটবল তারকা নিজেও। তাঁকে ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান বলা হত। জানিয়েছেন, তিনি স্পাইডারম্যান নন, দেশের হয়ে গোলকিপিং করেছেন। দেশ একাধিকবার জিতেছে। এটাই তাঁর কাছে গর্বের বিষয়।
২০০৯ সালে নেহরু কাপে সিরিয়াকে হারিয়ে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় ভারত। সেবার পেনাল্টি শুটআউটে তিনটি শট সেভ করেছিলেন। একজন বাঙালি গোলকিপার দেশকে যা এনে দিয়েছেন, এই নজির বাংলার ফুটবলেও বিরল।
Sreesanth-Gambhir Rift: গম্ভীরের পোস্টে গিয়ে কমেন্ট, 'অসভ্য' বলে আক্রমণ শ্রীসন্থের
মোহনবাগান, ইস্টবেঙ্গল, জামশেদপুর, ইউনাইটেড স্পোর্টস, হায়দরাবাদ, একাধিক টিমে খেলেছেন। এবার বিদায় নিলেন ময়দানের মিষ্টু।