বসুন্ধরার জয়ের চাপ মাঠের মধ্যে নিতে পারেনি, তাঁর ছেলেরা। এএফসি কাপের ম্যাচে ওড়িশার কাছে পাঁচ গোল খাওয়ার পর অকপট মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। তিনি জানিয়েছেন, বাংলাদেশের ওই ক্লাবের ম্যাচের দিকেই তাকিয়ে ছিলেন তাঁরা। পিছিয়ে থেকে বসুন্ধরা জিততেই চাপ বাড়ে মোহনবাগানের উপরে।
তবে এএফসি কাপের হারেই জীবন শেষ হয়ে যাচ্ছে না। বাগান কোচ জানিয়েছেন, তাঁর ফোকাসে এবার আইএসএল এবং সুপার কাপ। ডিসেম্বরের দু তারিখ আইএসএলে ফিরছে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরবাদ এফসি। জানুয়ারিতে শুরু হবে সুপার কাপের ম্যাচ।
তবুও প্রথম ২০ মিনিট তাঁর দল বেশ ভাল খেলেছে বলেই দাবি স্প্যানিশ কোচের। কিন্তু এরপরই তাঁরা ম্যাচ থেকে হারিয়ে যান। যার সুযোগ নিয়েছেন রয় কৃষ্ণারা। আর শেষ দুটি গোলের কারণ হিসাবে ফেরান্দো জানিয়েছেন, অলআউট খেলতে যাওয়ার ভুল।