মঙ্গলবার হিরো ইন্ডিয়ান সুপার লিগে(ISL) জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে নিজেদের রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করে দেখতে চাইছে এসসি ইস্টবেঙ্গল(SC East Bengal)। ইতিমধ্যেই হেভিওয়েট মুম্বাই সিটি এফসির(Mumbai City FC) বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এসসি ইস্টবেঙ্গল(SC East Bengal) লিগ জমিয়ে দিয়েছে। মাত্র এক বিদেশি নিয়ে খেলতে নামা ইস্টবেঙ্গল(SCEB) যে কোনওভাবেই বিপক্ষকে একচুল জমি ছাড়তেও নারাজ, তা বুঝিয়ে দিয়েছেন রেনেডি সিং(Renedy Singh)।
এই মুহূর্তে লিগ টেবিলের একেবারে নিচের দিকে রয়েছে ইস্টবেঙ্গল(SCEB)। ১০ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে তলায় রয়েছে এসসি ইস্টবেঙ্গল(SCEB)।
এই মুহূর্তে ইস্টবেঙ্গল শিবিরের তিন জন বিদেশি খেলোয়াড় আহত। ফরওয়ার্ড অ্যান্টনিও পেরেসেভিচ (Antonio Perosevic) সাসপেন্ড হয়ে আপাতত মাঠের বাইরে। রেনেডি সিং এই পরিস্থিতিতে গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart) এবং পিটার হার্টলেকে (Peter Hartley) নিয়ে লড়াইয়ের ছক কষছেন। তবে দুই বিদেশি ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা (Tomislav Mrcela) এবং ফ্রান্জো প্রাইসকে (Franjo Prce) ছাড়াই মাঠে নামবে লাল-হলুদ শিবির।
আরও পড়ুন- Cricket: সিরিজ জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে ভারত, ব্যর্থ পুজারা-রাহানে-ঋষভের পাশে দাঁড়ালেন কোহলি
অন্যদিকে, জামশেদপুর এফসি(Jamshedpur FC) লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। আগামীকাল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় তাঁদের লিগ জয়ের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে দেবে। তাঁদের সামনে থাকছে লিগ জয়ের হাতছানিও। আগের ম্যাচেই নর্থ-ইস্ট ইউনাইটেডের(North-East United) বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে তারা আবার জয়ের রাস্তায় ফিরেছে। সেই সম্ভাবনাকে ইস্টবেঙ্গলের(SCEB) বিপক্ষেও জিইয়ে রাখতে চাইছে ওয়েন কোয়েলের ছেলেরা।