কলকাতা লিগে মাঠে নামার আগে সোমবার সামনে এল মোহনবাগানের নতুন লোগো। ক্লাবের সোশাল মিডিয়া সাইটে এই লোগো প্রকাশ পেতেই ভাইরাল। লোগো থেকে এটিকের নাম সরে যেতেই খুশি সবুজ-মেরুন সমর্থকরা। অনেকেই ধন্যবাদ জানিয়েছেন দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কাকেও। গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই ঘোষণা করা হয়, নতুন মরশুমে মোহনবাগান সুপারজায়েন্টস নামে মাঠে নামবে সবুজ-মেরুন। এদিন সামনে এল নতুন লোগো।
উল্লেখ্য নতুন লোগোতেও ক্লাবের প্রতিষ্ঠা বছর একই রাখা হয়েছে। ময়দানের দাবি, এই মরশুমে মাঠে নামার আগে আরও শক্তিশালী হয়েছে সবুজ-মেরুন। ইতিমধ্যেই সই করেছেন কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলা জেসন কামিন্স। সই করা হয়েছে সাদিকুকে। যিনি আলবেনিয়ার হয়ে ইউরো কাপ খেলছেন।
ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে অগস্ট মাসে ডুরান্ড কাপে হবে মরশুমের প্রথম ডার্বি। ১১ অগস্ট বড় ম্যাচে নামবে মোহনবাগান সুপার জায়েন্টস। তারপরেই এএফসি কাপ খেলবে জুয়ান ফেরান্দোর দল।