গ্রেফতার করা হল ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) ফুটবলার মেসন গ্রিনউডকে (Meson Greenwood)। বান্ধবী তাঁর নামে যৌন হেনস্থা (Sexual Assault) ও নিগ্রহের অভিযোগ এনেছিল। পুলিশ ধর্ষণের সন্দেহ করছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর ২০ বছরের ফুটবলারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: রজার ফেডেরার লিখলেন, ‘তুমি আমার অনুপ্রেরণা...’
রবিবার গ্রিনউডের বান্ধবী সোশাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ও অডিও শেয়ার করেন। যেখানে রক্তাক্ত অবস্থায় দেখা যায় তাঁকে। তাঁর অভিযোগ, ২০ বছরের ম্যান ইউ ফুটবলার তাঁর যৌন হেনস্থা করেছে। পরে সেই ছবি ও ভিডিও ডিলিট করেন ওই অভিযোগকারিনী। ম্যানচেষ্টার ইউনাইটেড কর্তৃপক্ষ গ্রিনউডকে নির্বাসিত করেছে।