ইউরো কাপে ফের বিধ্বংসী ইনিংস স্পেনের । ৪-১ গোলে জর্জিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উইলিয়ামসরা । সেখানে জার্মানির মুখোমুখি হবেন তাঁরা । ম্যাচের শুরু থেকে ম্যাচ স্পেনের নিয়ন্ত্রণে থাকলেও, প্রতিপক্ষকে আক্রমণের কোনও সুযোগ ছাড়েনি জর্জিয়া । কিন্তু, শেষপর্যন্ত ম্যাচ হেরে ইউরো থেকে বিদায় নিতে হল তাঁদের ।
আত্মঘাতী গোল দিয়ে শুরু হয় ম্যাচ । ১৮ মিনিটে কাভারৎস্কেলিয়া বক্সে বল ভাসিয়েছিলেন । তা যাচ্ছিল জর্জিয়ারই এক খেলোয়াড়ের কাছে । তার আগেই স্পেনের রবিন লে নরমাঁ আটকাতে গেলে বল তাঁর পেটে লেগে নিজেদের গোলেই ঢুকে যায় । আত্মঘাতী গোলে খাতা খোলে জর্জিয়া । ৩৯ মিনিটে সাফল্য পায় স্পেন । গোল করে সমতা ফেরান রদ্রি
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ছবি স্পেনের । একের পর এক গোল করে দেশকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস এবং দানি ওলমোরা । ম্যাচের বাকি তিন গোল আসে যথাক্রমে ৫১ মিনিট, ৭৫ মিনিট, ও ৮৩ মিনিটে । স্পেন রোখার চেষ্টা করেও শেষপর্যন্ত সফল হতে পারেনি জর্জিয়া ।