চ্যাম্পিয়ন্স লিগে গত মরশুমের বদলা নিল রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে ৩-৪ গোলে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল মাদ্রিদ। অন্যদিকে, আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। এবার সেমিফাইনাল হবে ম্যাঞ্চেস্টার সিটি বনাম বায়ার্ন মিউনিখ।
গত সপ্তাহ থেকেই ভাল ফর্মে রয়েছে মাদ্রিদ। তবে, এদিনের ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল সিটি। কিন্তু মাদ্রিদের ডিফেন্স কোনও ভাবে ভাঙা সম্ভব হয়নি গত বারের চ্যাম্পিয়ন দল ম্যাঞ্চেস্টার সিটির কাছে। মাদ্রিদের হয়ে প্রথম গোল করেন রডরিগো।
আরও পড়ুন - বিশ্বকাপে ভূমিকা কী হবে, বোর্ডের কাছে জানতে চাইলেন বিরাট কোহলি
৭৬ মিনিটের মাথায় সমতা ফেরান সিটির ডি ব্রুইন। ৯০ মিনিট পর দুই দল মিলিয়ে খেলার ফলাফল ছিল ৪-৪। এক্সট্রা টাইমেও খেলার নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই রুডিগারের পেনাল্টি শুট আউটে ম্যাচ জেতে রিয়াল।