অধরাই থাকল স্বপ্ন। রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে গেল লিভারপুল (liverpool )। ঘরের মাঠে আগে থেকেই বিপক্ষের বিরুদ্ধে তিন গোলে পিছিয়ে ছিল লিভারপুল। তবে, কোনও এক মিরাকেলের আশায় স্পেনের রাজধানীতে খেলতে নেমেছিলেন মহম্মদ সালাহদরা। কিন্তু স্বপ্নপূরণ হল না শেষ পর্যন্ত।
এই ম্যাচে লিভারপুল মাত্র একটি গোল করে। সেই গোল আসে করিম বেঞ্জেমার পা থেকে। লুকা মদ্রিচ অল্পের জন্য গোল করতে পারেননি। এদিন ম্যাচের শুরু থেকে একেবারেই ধ্বংসাত্মক ছন্দে দেখা যায়নি রিয়ালকে।
আরও পড়ুন - মাঠ পরিষ্কার করছেন ক্রিকেটার, কে তিনি ?
প্রথম থেকেই গোলের ব্যবধান ধরে রাখার জন্য খেলা চালিয়ে যাচ্ছিল রিয়াল। সব মিলিয়ে শেষ পর্যন্ত ৬-২ জিতে কোয়ার্টার ফাইনালে (Uefa Champions League) পৌঁছায় রিয়াল।